ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন যাতে তারা মঙ্গলবার প্রো-প্যালেস্টাইন প্রতিবাদে যোগ না দেয় — এই দিন ৭ অক্টোবর হামাসে ইসরায়েলি হামলার দ্বিতীয় বার্ষিকী পালিত হবে। তিনি সতর্ক করেছেন যে “আমাদের রাস্তায় ইহুদি বিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) বেড়েই চলেছে।”
স্যার কিয়ার বলেন, এই দিনে প্রতিবাদ করা “অব্রিটিশ” (ব্রিটিশ মূল্যবোধবিরোধী), কারণ কিছু লোক এই দিনটিকে “ব্রিটিশ ইহুদিদের ওপর হামলার জঘন্য অজুহাত” হিসেবে ব্যবহার করেছে। গত সপ্তাহে ম্যানচেস্টারে এক সিনাগগে (ইহুদি উপাসনালয়) প্রাণঘাতী হামলার পর যুক্তরাজ্যজুড়ে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা রাজধানীতে যৌথ মিছিলের পরিকল্পনা করছে, আর ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবারা, ব্রিস্টল ও শেফিল্ডসহ আরও কয়েকটি শহরে প্রতিবাদের আয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিজ ইউকে (Universities UK) জানিয়েছে, বিশ্ববিদ্যালয় হলো এমন জায়গা যেখানে বিতর্কিত মত প্রকাশ করা যায়, তবে শিক্ষার্থী ও কর্মীদের ৭ অক্টোবর নির্ধারিত প্রতিবাদের সময়টি বিবেচনা করা উচিত।
টাইমস পত্রিকায় লেখা এক নিবন্ধে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার লিখেছেন, “সময় যতই পেরিয়ে যাক না কেন, আমরা সেদিন যে অমঙ্গল দেখেছিলাম, তা কখনো মুছে যাবে না।”
স্যার কিয়ার বলেন, কিছু মানুষ গাজায় ইসরায়েলিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু “অন্যরা এটি ব্যবহার করেছে ব্রিটিশ ইহুদিদের ওপর হামলার জঘন্য অজুহাত হিসেবে—যাদের এর সঙ্গে কোনো সম্পর্কই নেই।”
সূত্র: বিবিসি



