ম্যানচেস্টার থেকে ট্রেনে করে বার্মিংহাম যাচ্ছিলেন সামিয়া। হাতে এক কাপ কফি। ট্রেনে বসে বসে ভাবছিলেন এই অবসর সময়টিকে কিভাবে কাজে লাগাই। এমন সময় মাথায় এলো গান লেখার। যেই ভাবনা, সেই কাজ। আনমনে গুনগুনিয়ে গাইতে থাকেন- ‘’এক কাপ কফিতে । মনের সব অভিমান ভেঙ্গে গেলো তুমি এলে বলে।‘’ এভাবেই একের পর এক গানের লাইন লিখতে থাকেন। গুনগুনিয়ে গাইতে গাইতে একসময় এসে পৌছান বার্মিংহাম নিউস্ট্রিটে স্টেশনে।
সামিয়া এই গানটিকে এতো ভালবেসেছেন যে, তিনি গানটিকে এক সময় উদ্যোগ নেন মিউজিক ভিডিওতে রুপ দিতে। তার মনের কথা, হৃদয়ের আকুতি শেয়ার করতে চান সবার সাথে। সামিয়ার সাধনা এখন কিভাবে এটি মিউজিক ভিডিওতে ধারন করবনে গানটি। কে হবেন পছন্দের শিল্পি ? কে করবেন মডেলিং আর কোথায় হবে লোকশেন ? এই ভাবনায় সময় কাটে তার। তবে সব কিছু সহজ হয়ে যায়, তরুন উদিয়মান শিল্পি আসাদ আফজালের সহযোগিতায়। গানটির সূর করেন আসাদ আফজাল। মি্উজিক ভিডিও জন্য একটি কফি শপকে বেচে নেন সামিয়া। সিলেটের নয়া সড়কের কাপ স্টোরি প্রিমিয়াম কফি শপে মিউজিক ভিডিও’র চিত্রায়ন হয়। সামিয়া নিজে করেন মডেলিং। আর কো-আর্টিস্ট হিসেবে যোগ দেন সিলেটের আরো এক পরিচিত মুখ নাট্যকার ইলিয়াস আলী সাইকন। এভাবে সফলভাবে ধারন করা হয় মিউজিক ভিডিওটি । ইউটিউবে এখন এটি আপলোড আছে। দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মিউজিক ভিডিও এক কাপ কফিতে।

সামিয়া বেগম বৃটিশ বাংলাদেশী। বিলেতে তিনি পাড়ি জমান মাত্র ৭ বছর বয়সে। দেশ এবং বিদেশে তিনি পড়ালেখা করেছেন। বাংলা এবং ইংরেজী ভাষায় রয়েছে দক্ষতা। কিন্তু পেশা হিসেবে বেচে নিয়েছেন মডেলিং ও অভিনয়। এ পর্যন্ত তার ১২ টি মিউজিক ভিডিও বাজারে এসেছে। আরো ৯টি রয়েছে রিলিজের অপক্ষোয়। ”অসুন্দরী ফুরি” সামিয়ার অন্যতম একটি মিউজিক ভিডিও। রয়েছে “যাইওনা ছাড়িয়া” দর্শক প্রিয় মিউজিক ভিডিও।

সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা কাট্টশ আলীর প্রযোজনায় প্রয়াত শিল্পি পাগল হাসানের গান- ”আসমানে যাইওনা”তে মডেলিং করেছেন মিস্টি মেয়ে সামিয়া বেগম।
মডেলিং, ফ্যাশন এবং অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সামিয়া। শীঘ্রই বাজারে আসছে তার অভিনীত নাটক ” নিঠান্ডার লন্ডনী বউ”। নাটকে সামিয়ার বিপরিতে অভিনয় করেছেন ইলিয়াস আলী সাইকন।
সামিয়া লাঙ্কাশায়ার ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে ডিগ্রী নিয়েছেন। এডাল্ট নাইসিং নিয়েও তার উচ্চতর ডিগ্রী নেওয়ার আগ্রহ রয়েছে। সিলেটের গন্ডি পেরিয়ে বাংলাদেশের মূলধারায় কাজ করার প্রবল আগ্রহ সামিয়ার। তিনি এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চান



