ইংল্যান্ড আয়ারল্যান্ড এবং পর্তুগাল এই তিনটি দেশের প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ট্রাইনেশন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে লন্ডন স্পোর্টিফ। এসেক্সের সেভেন কিংস ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেন প্রায় শতাধিক ক্রিকেটার।
জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে লন্ডনের বিভিন্ন স্থান থেকে ক্রিকেটপ্রেমীরা অংশ নেন। খেলায় আয়ারল্যান্ড ও পর্তুগালকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড টিম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেন ইংল্যান্ড তানভীর আহমেদ। সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন পর্তুগাল জাতীয় টিমের খেলোয়াড় নিপু। টুর্নামেন্ট সেরা হয়েছেন এ জেড এম জনি।
খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান লন্ডন স্পোর্টিফের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল। ট্রেজারার মুহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় এতে বক্তৃতা করেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, ইংল্যান্ডে প্রথম ব্রিটিশ বাংলাদেশি কাউন্টি ক্রিকেটার জাহেদ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট চুন্নু মাতুব্বর, টু এ নিউজের ফাউন্ডার মুহাম্মদ আব্দুল হান্নান ও লন্ডন ক্রিকেট লীগের প্রেসিডেন্ট আবু সুফিয়ান।
লন্ডন স্পোর্টিফের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল বলেন, ইউরোপের বাংলাদেশি কমিউনিটিতে ক্রিকেটকে আরো এগিয়ে নিতে আগামী বছর ইউরোপের কয়েকটি দেশের প্রবাসীদের নিয়ে ওয়াল্ডকাপ টুর্নামেন্টে আয়োজন করতে চায় লন্ডন স্পোর্টিফ। এ জন্য ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, সেক্রেটারি মুহিবুল আলম, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার কালিম উদ্দিন, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন, কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ, ক্রিকেট ক্লাবের কো – অর্ডিনেটর রেজাউল কবির, ক্লাবের ডিসিপ্লেনারী অফিসার অধিনায়ক আবুল হায়াত বাপ্পি, ক্রিকেট ম্যানেজার আমিনুর রহমান ও ক্রিকেট ক্লাবের ডেপুটি কো- অর্ডিনেটর জহিরুল ইসলাম রাসেল।