শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টদের অসাধারণ ফলাফল অর্জন

এই বছরের এ-লেভেল ও লেভেল থ্রি ভোকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্টে টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টরা জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুই হাজারেরও বেশি স্টুডেন্ট তাদের রেজাল্ট হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে।
চলতি বছরে টাওয়ার হ্যামলেটসে প্রায় ৭৩.৪ শতাংশ স্টুডেন্ট এ স্টার থেকে সি গ্রেড অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি। অন্যদিকে ইংল্যান্ডের গড় বৃদ্ধি মাত্র ১.৭ শতাংশ। এছাড়া প্রায় ১৮.৫ শতাংশ স্টুডেন্ট এ ‍স্টার বা এ গ্রেড পেয়েছে, যা গত বছরের তুলনায় ২.৭ শতাংশ বেশি।
টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। শিক্ষক ও স্টাফদের ধন্যবাদ জানাই। আমাদের তরুণদের মেধা এবং পরিশ্রমে আমি গর্বিত। কাউন্সিল হিসেবে আমরা ইয়ুথ সেন্টার, ফ্রি স্কুল মিল, এডুকেশন মেইনটেনেন্স অ্যালাওয়েন্স ও ইউনিভার্সিটি বার্সারির মাধ্যমে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করছি।”
ডেপুটি মেয়র এবং ক্যাবিনেট মেম্বার ফর এডুকেশন, ইয়ুথ অ্যান্ড লাইফলং লার্নিং, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “যেসব স্টুডেন্ট এ-লেভেল ও লেভেল থ্রি রেজাল্ট পেয়েছে, সবাইকে অভিনন্দন। এক বছরে এ স্টার থেকে সি গ্রেড বেড়ে ৭৩.৪ শতাংশ হয়েছে, যা ইংল্যান্ডের গড়ের তুলনায় অনেক বেশি। আমাদের স্কুল, শিক্ষক ও স্টুডেন্টদের নিয়ে আমরা গর্বিত।”
এবার বেশ কিছু শিক্ষার্থীর ফলাফল বিশেষভাবে নজর কেড়েছে। উদাহরণস্বরূপ: জর্জ গ্রীন স্কুলের রাইলি কাইঙ্ক ম্যাথস, ফার্দার ম্যাথস, ফিজিক্স এবং কম্পিউটিং-এ চারটি এ স্টার পেয়েছেন এবং ইউনিভার্সিটি অব এক্সেটারে ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ শুরু করবেন।
একই স্কুলের এলিয়া রহমান সোশিওলজি, ইংলিশ লিটারেচার ও হিস্টরিতে এ স্টার এবং বিবি গ্রেড পেয়ে কুইন মেরি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়বেন।
ইয়াং মেয়র টিমের ডেপুটি রোশেল লুইস-গিয়ারি ইংলিশ লিটারেচার, পলিটিক্স ও এনশিয়েন্ট হিস্ট্রিতে ট্রিপল এ গ্রেড পেয়ে ইউনিভার্সিটি অব ওয়ারউইকে পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে ভর্তি হচ্ছেন।
ইয়াং মেয়র ফিতুমা হাসান হার্ভার্ড ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট উইথ ইকোনমিক্সে পড়ার সুযোগ পেয়েছেন।
যাদের রেজাল্টের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাদের জন্য টাওয়ার হ্যামলেটস ইয়াং ওয়ার্কপাথ ক্যারিয়ার্স সার্ভিস তথ্য, পরামর্শ এবং গাইডলাইন দিচ্ছে। স্টুডেন্টরা সরাসরি, ফোন অথবা ভিডিও কলে এই সার্ভিস নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...

যুক্তরাজ্যে এবার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট শুরু করতে যাচ্ছেন!

বিচারের অপেক্ষায় কারাগারে থাকা প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট...