শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪অনুষ্ঠিত

লন্ডন, ২৮ জানুয়ারি ২০২৫ : বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । গত ২৭ জানুয়ারি (২০২৫) সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয় । ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ।


সভাপতি স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন
করেন । এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ । উপস্থিত সদস্যরা প্রথমে আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ । এরপর সাধারণ সম্পাদকের কার্যবিবরণীর ওপর আলোচনা শুরু হয় । এতে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন । এসময় ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়।


সাধারণ সভায় গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভুমিকা রাখায় “হাইয়েস্ট প্রেজেন্স এন্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড’ লাভ করেন ইক্বরা টিভির চীফ রিপোর্টার ও বাংলাপেইজ২৪ এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি । তাছাড়া, নির্বাহী কমিটিতে সক্রিয়া ভুমিকা পালনের জন্য ‘বেস্ট পরফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড’ লাভ করেন ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।


ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী সাংবাদিক খালেদ মাসুদ রনির হাতে সম্মাননা সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী রুপি আমিনের হাতে সম্মাননা সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অন‍্যদিকে সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক ফয়সল মাহমুদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।


ক্লাব সভাপতি মোহাম্মাদ জুবায়ের তাঁর বক্তব্যে বলেন, গত এক বছর আমরা রুটিন কর্মসূচিগুলোর বাইরে বিশেষ কিছু অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি । এতে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো । এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভুমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যাণ প্রকল্পে আমাদের জেনারেল মেম্বার ও লাইফ মেম্বারদের পক্ষ থেকে ২২ হাজার পাউণ্ড অনুদান প্রদান। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই ঐতিহাসিক উদ্যোগে যুক্ত হতে পারা আমাদের ক্লাবের জন্য গর্বের । গত ৪ জানুয়ারি শহীদ স্মৃতি উদ্যানে ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব কমপ্লেক্স’ নামে একটি ভবনের উদ্বোধন করা হয়েছে।

জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, প্রায় ৩২ বছরের পুরোনো এই ক্লাবের সদস্য সংখ্যা এখন প্রায় তিন শ’র কাছাকাছি। এই সংগঠন এখন অনেক বড় হয়েছে। কাজের পরিধিও বেড়েছে অনেক গুণ । সপ্তাহে একাধিক সংবাদ সম্মেলন, নির্বাহী কমিটির সভা, বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন, বার্ষিক সামারট্রিপ, ফুটবল টুর্নামেন্ট, সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও নিয়মিত সদস্য-সন্ধ্যা আয়োজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সাথে সময় সময় মতবিনিময় ও কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগঠনকে প্রতিনিধিত্ব করাসহ বহুমুখী কাজে ব্যস্ত থাকতে হয় সারা বছর। তিনি জানান, গত এক বছরে ৪৫টি প্রেস কনফারেন্স এবং ১১টি অনুষ্ঠান আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ।


প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্য সর্বজনাব আকবর হোসেন, মিছবাহ জামাল, বাতিরুল হক সর্দার, খালেদ বিন ওয়ালিদ, জিয়া উদ্দিন তালুকদার, এনাম চৌধুরী, মাহবুব আলী খানশূর, আশরাফুল ওয়াহিদ দুলাল, আব্দুল হামিদ টিপু, আহাদ চৌধুরী বাবু, শওকত মাহমুদ টিপু, এম এ কাইয়ুম, মোহাম্মদ শরীফুজ্জামান, হাসনাত আরিয়ান খান, উদয় শঙ্কর দাশ, বুলবুল হাসান, আনোয়ারুল ইসলাম অভি, জিআর সোহাইল, মহিব চৌধুরী, সৈয়দ আনাস পাশা, হিমিকা ইমাম, দিলু নাসের ও তাবারকুল ইসলাম পারভেজ।
এতে মূলধারার সাংবাদিকদের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অনুষ্ঠান আয়োজন, শিক্ষামূলক ইউরোপ ট্যুর, ক্রিকেট টুর্নামেন্ট, সাংবাদিকদের ট্রেনিং আয়োজন, নিউ মেম্বারশীপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ নানা বিষয়ে আলোচনা হয়।
ট্রেজারার সালেহ আহমদ বলেন, গত এক বছর সংবাদ সম্মেলন আয়োজন বাবদ আমরা ৮ হাজার পাউন্ডের বেশি আয় করেছি । হল ভাড়া বাবদ আয় হয়েছে আরো ৭ শত পাউন্ড। তাছাড়া ক্লাবের নিজস্ব প্রোপার্টি ভাড়া বাবদ আয় হয়েছে প্রায় ১২ হাজার পাউন্ড।
আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সর্বজনাব আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আহাদ চৌধুরী বাবু, মোস্তাক আলী বাবুল, উদয় শঙ্কর দাশ, মহিব চৌধুরী, ফয়সল রুহেল, সালা উদ্দিন শাহিন, আশরাফুল ওয়াহিদ দুলাল, মোহাম্মদ শরিফুজ্জামান, আজিজুল হক কায়েস, আবু রহমান, শামসুল ইসলাম, খালেদ মাসুদ রনি, আব্দুল কাইয়ুম, নাহিদ জাগিরদার, মোহিতুর রহমান বাবলু ও আমিমুল আহসান তানিম।


আর্থিক রিপোর্টের ওপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন সদস্যরা । বিশেষ করে ক্লাবের ব্যয় কিভাবে আরো কমানো যায় এবং পূর্ব লন্ডনে ক্লাবের অফিসের জন্য একটি প্রোপার্টি ক্রয় করার জন্য কিভাবে ফান্ড সংগ্রহ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। এরপর সর্বসম্মতিক্রমে আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়।
সভার শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মরহুম সদস্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ও আজীবন সদস্য আব্দুল খালিক তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভায় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, ট্রেইনিং এন্ড অরগানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল, জাকির হোসাইন কয়েস, ফয়সল মাহমুদ ও পলি রহমান।
ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনমুলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। পরে ক্লাব সদস্যরা নৈশভোজে অংগ্রহণ করেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ জানুয়ারি পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যূতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর এক বছরের মাথায় ২৭ জানুয়ারি ২০২৫ পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হলো। প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজনের বাধ্যবাধতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...

যুক্তরাজ্যে এবার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট শুরু করতে যাচ্ছেন!

বিচারের অপেক্ষায় কারাগারে থাকা প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট...