লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত “সহযাত্রী”র সঙ্গেও ভাগ করে নিচ্ছেন তাদের আসন—তেলাপোকা!
বাসচালক ও যাত্রীদের অভিযোগ, লন্ডনের বেশ কয়েকটি বাস রুটে তেলাপোকার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। লন্ডন বাস ফোরামস নামের একটি অনলাইন গ্রুপ সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছে, যেখানে বাসের ভিতরে তেলাপোকার আনাগোনা স্পষ্ট দেখা গেছে।

বিশেষ করে রুট ১৫৯, ৩৪৫ এবং ৫৫ নম্বর বাসগুলিতে তেলাপোকার উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি।
সবচেয়ে ভয়াবহ একটি ঘটনার বর্ণনায়, ১৫৯ নম্বর রুটের এক বাসচালক বলেন, “আমি বিরতির সময় পানীয় খাচ্ছিলাম। হঠাৎ মুখে কিছু একটা অনুভব করলাম। থুথু ফেলে দেখি, সেটা ছিল একটি তেলাপোকা। এতটাই ঘৃণা লাগল যে সঙ্গে সঙ্গে বমি করে ফেলি।”
চালকরা বলছেন, এই পরিস্থিতি শুধু অস্বাস্থ্যকর নয়, বরং মানসিক চাপও তৈরি করছে। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
তবে এখনো লন্ডন পরিবহন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
তেলাপোকার মতো পোকামাকড়ের উপদ্রব জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে, বিশেষ করে পাবলিক পরিবহনে। বিষয়টি নিয়ে যাত্রীদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।
এখন প্রশ্ন হলো—লন্ডনের এই “ককরোচ কান্ড” কবে শেষ হবে?



