যুক্তরাজ্যে আসার জন্য আবেদনকারীদের এখন ইংরেজি ভাষায় ‘B-2’ মানের দক্ষতা অর্জন করতে হবে — সরকারের নতুন কঠোর নিয়মে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিবর্তনগুলো ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এটি কিছু স্নাতক ও স্কিলড ওয়ার্কার (skilled worker) বা স্কেল-আপ (scale-up) ভিসা প্রার্থীদের ওপর প্রযোজ্য হবে। স্কেল-আপ ভিসা মূলত দ্রুত-বর্ধনশীল ব্যবসায় কাজ করা ব্যক্তিদের জন্য।
এই নতুন নিয়মগুলো ২০২৫ সালের মে মাসে প্রকাশিত সরকারের শ্বেতপত্রে বর্ণিত যুক্তরাজ্যে অভিবাসন কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ।
স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেছেন:
“যদি আপনি এই দেশে আসেন, তবে আপনাকে আমাদের ভাষা শিখতে হবে এবং আপনার অংশটি পালন করতে হবে।”
তিনি আরও বলেন,
“যুক্তরাজ্য সবসময় তাদের স্বাগত জানিয়েছে যারা এখানে এসে অবদান রাখে। কিন্তু ইংরেজি না জেনে অক্ষম অবস্থায় আবেদনকারীদের এখানে আসা গ্রহণযোগ্য নয়।”
সূত্র: বিবিসি



