শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই: অধ্যাপক আব্দুল হান্নান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট-২(ওসমানী নগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,”দেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই।দেশের মানুষদের মত প্রবাসে বসবাসকারীরাও যাতে দেশে গেলে নিরাপদ বোধ করেন,বিভিন্ন ধরনের হয়রানীর স্বীকার না হন ও প্রবাসীদের নানা দাবী বাস্তবায়নে তাদের পাশে থাকতে চাই।বিশেষ করে আগামী নির্বাচনের আগেই সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি”।

গত ১৫ই সেপ্টেম্বর (সোমবার) পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,” এলাকার যুবকদের জন‍্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে করতে যুক্তরাজ্য প্রবাসীদের দেশে বেশি করে বিনিয়োগ করার আহবান জানাচ্ছি”।
তিনি বলেন,” এবারের নির্বাচনে এলাকার মানুষ যদি সুযোগ দেন তাহলে নিরলস ভাবে কাজ করে যেতে চাই”।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীকে স্মরণ করে বলেন, “ওসমানী অন‍্যায়ের সাথে কখনও আপোস করেননি।অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দলের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিতে বিছপা হননি।সাথে সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজের প্রশংসা করে বর্তমান সরকারের কাছে তার গুমের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান”।

অধ‍্যাপক আব্দুল হান্নান এর যুক্তরাজ্য সফর উপলক্ষে ওসমানীনগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকে এর উদ্যোগে এ মতবিনিময় ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ নেছার আলী।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রন্জু ও প্রধান সমন্বয়ক কাজী নাজমুল আহমেদ এর যৌথ পরিচালনায় সুধী সমাবেশ শুরু হয় আখলাক আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নাশিদ পরিবেশন করেন শিল্পী নওশাদ মাহফুজ ও মাওলানা আবুল হাসানাত চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহিন,কাউন্সিলর ব‍্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ,কাউন্সিলর ব‍্যারিস্টার মোস্তাক আহমেদ,মাওলানা গোলাম কিবরিয়া,রাজু মোহাম্মদ শিবলী,মোহাম্মদ নূর বক্স,টিভি উপস্থাপক এহিয়া কিবরিয়া,কমিউনিটি নেতা মোহাম্মদ মোস্তাক আহমেদ,বদরুজ্জামান বদর,আব্দুর রউফ।

এছাড়া আরো বক্তব্য রাখেন,শাহাব উদ্দিন আহমেদ,আব্দুল্লাহ আল ফাহিম,আব্দুল আহাদ, আলীম আস মেহেদী শাবহান,মোহাম্মদ আমীর উদ্দিন,কামরুল ইসলাম,রাজিব আহমেদ,আব্দুল আলীম টিপু,আব্দুল আলীম,আব্দুল বাসিত রফি,আনসার আহমেদ,শাহ আব্দুস সোবহান,মুহিবুর রহমানসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...

যুক্তরাজ্যে এবার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট শুরু করতে যাচ্ছেন!

বিচারের অপেক্ষায় কারাগারে থাকা প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট...