বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

টাওয়ার হ্যামলেটসে নতুন ব্যাডমিন্টন মেম্বারশীপ প‍্যাকেজ উদ্বোধন

বেডমিন্টন খেলায় বারার বাসিন্দাদের অংশগ্রহণ আরো সহজ করতে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের লেইজার সার্ভিসের বি-ওয়েলের পক্ষ থেকে নতুন দুটি মেম্বারশীপ অফার চালু করা হয়েছে। নতুন মেম্বারশীপ প‍্যাকেজ-র উদ্বোধন করেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ূম তালুকদার ও কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান ও কাউন্সিল কর্মকর্তারা। এসময় অনেক ব্যাডমিন্টন খেলোয়াড় এই উদ্যোগের সন্তোষ প্রকাশ করেন।

নতুন বি-ওয়েল মাসিক বেডমিন্টন মেম্বারশীপে ৮ সেশনের জন্যে মূল্য ধরা হয়েছে ৪৯ পাউন্ড। যেখানে প্রতি সেশনের মূল্য পড়বে ৬ দশমিক ১৩ পাউন্ড করে। অন্যদিকে বি-ওয়েল ৫০ সেশন বেডমিন্টন মেম্বাশীপের মূল্য ধরা হয়েছে ২শ ৯৯ পাউন্ড। অর্থাৎ প্রতি কোর্ট সেশন পড়ে মাত্র ৫ দশমিক ৯৮ পাউন্ড করে। বারার যে কোনো বি-ওয়েল সেন্টারে এই অফার শুধমাত্র ১২ মাসের জন্যে কার্যকর হবে।

বর্তমান পে এন্ড প্লে সেশনে ৬০ মিনিটের সেশনের জন্যে ১৭ পাউন্ড ২৫ পেন্স এবং ৪০ মিনিট সেশনের জন্যে ১২ পাউন্ড ৮০ পেন্স পরিশোধ করতে হয়। এই হিসেবে নতুন মেম্বারশীপ অফার সহনীয় পর্যায়ে রাখা হয়েছে যা খেলোয়ারদের সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরনো মেম্বারশীর পদ্ধতিতে বি-ওয়েলের বেডমিন্টন কোর্ট বুকিং এবং এ ক্ষেত্রে নানা জঠিলতা ও স্বচ্ছতার বিষয়টি পর্যালোচনা করেই নতুন দুটি মেম্বারশীপ পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেম্বারশীপ চালুর পাশাপাশি বেডমিন্টন খেলায় বারার সব বাসিন্দাদের জন্যে সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বি-ওয়েল কোর্ট ভাড়া নেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত এবং বিধিমালা আরোপ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল খেলা শুরুর আগে খেলোয়ারদের ফটো আইডি পরীক্ষা করা হবে।
এ বিষয়ে কাউন্সিলের কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, “বেডমিন্টন শুধুমাত্র আনন্দ এবং শরীর সতেজ রাখার সহজপদ্ধতিই নয়। বরং এর মাধ্যমে শারিরীক এবং মানসিক স্বাস্থ্য উন্নতির পাশাপাশি কমিউনিটিতে একে অন্যের সাথে সামাজিক সম্পর্ক তৈরিতেও বিশেষ ভুমিকা রাখে।”
তিনি বলেন, “নতুন মেম্বারশীপ পদ্ধতি চালুর মাধ্যমে এটাই প্রতিয়মান হয়েছে যে, শারির চর্চার বিষয়টি সহজে এবং সাশ্রয়ী মূল্যে সবার জন্য নিশ্চিত করতে বি-ওয়েল প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ন্যয্যতার ভিত্তিতে বুকিং প্রক্রিয়ায়ও আরো স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আমরা মতামত শুনেছি এবং এই সার্ভিস প্রদানের গ্রহণের ক্ষেত্রে পূর্বের ইসু্যুগুলো সনাক্ত করে উন্নত পদ্ধতি সংযোগ করেছি। যাতে বারার আরো বেশি বাসিন্দা এতে যুক্ত হয়ে উপকৃত হন।”

ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার, কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেন, “খেলাধুলা এমন একটি বিষয় হওয়া উচিত যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে এবং যে কোনো আয়ের মানুষ খুব সহজে তা পেতে সক্ষম হয়।”
তিনি আরো বলেন, “প্রতিবন্ধকতাগুলো সরিয়ে ফেলার বড় ধরনের প্রচেষ্টার একটি অংশ হল নতুন এই বেডমিন্টন মেম্বারশীপ পদ্ধতি, যেখানে কমিউনিটিকে শরীর চর্চার পাশাপাশি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হবার একটি ক্ষেত্র তৈরী করবে। আপনি স্বাস্থ্য সুরক্ষা, আনন্দ অথবা বন্ধুত্বের জন্যে – যে কারণেই খেলেন না কেন সাশ্রয় এবং বারাজুড়ে একটি নিজস্ব অধিকার প্রতিষ্ঠায় নতুন মেম্বারশীপ পদ্ধতি বা প্রস্তাব খুবই মূল্যবান ভূমিকা পালন করবে।”

বি ওয়েল-এর হেড অফ লেইজার অপারেশনস, সায়মন জোনস বলেন, “ব্যাডমিন্টন শুধু খেলার আনন্দের জায়গা নয় – এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর একটি ব্যায়াম। আমরা দেখতে পাচ্ছি, যারা নিয়মিত ব্যাডমিন্টন খেলেন, তাদের শারীরিক সক্ষমতা যেমন বাড়ছে, তেমনি মানসিক স্বাস্থ্যও উন্নত হচ্ছে। এই নতুন মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে খেলাধুলায় যুক্ত করতে চাই, যাতে সকলে একসঙ্গে স্বাস্থ্যকর এবং সংযুক্ত একটি জীবনযাপন করতে পারেন।”
তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে টাওয়ার হামলেটসকে একটি আরও সক্রিয়, সুস্থ ও সমন্বিত কমিউনিটি হিসেবে গড়ে তোলা।”
স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত ব্যাডমিন্টন খেলোয়াড় রুকাইয়া খাতুন বলেন, “ব্যাডমিন্টন সত্যিই আমার জীবন বদলে দিয়েছে – এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, আমাকে সক্রিয় রেখেছে, এবং এমন এক কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যারা আমাকে অনুপ্রাণিত করে এবং সমর্থন দেয়। যা একসময় একটি শখ ছিল, এখন তা আমার শারীরিক ও মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তাঁর মতে, “নতুন ব্যাডমিন্টন মেম্বারশিপ এবং সাশ্রয়ী ফি’র কারণে এখন নিয়মিত খেলা আরও সহজ হয়ে যাবে এবং আমি আমার স্বাস্থ্য ও সুস্থতার যাত্রা সহজেই চালিয়ে যেতে পারব।”
আরেকজন স্থানীয় বাসিন্দা এবং বি ওয়েল-এর সদস্য দিদারুল আলম মজুমদার বলেন, “আমি শুধু ব্যক্তিগত আনন্দের জন্যই নয়, বরং স্বাস্থ্যগত কারণে, সক্রিয় থাকার পরামর্শ অনুযায়ী ব্যাডমিন্টন খেলি। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল এর বি ওয়েল সেন্টারগুলোর নতুন ব্যাডমিন্টন নীতিমালা নিঃসন্দেহে একটি দারুণ খবর। আমি এখন আমার মেম্বারশিপ কার্ড ব্যবহার করে মাসিক বা বাৎসরিক যেকোনো এভেইলেবল সেশন সহজেই এবং যুক্তিসংগত মূল্যে বুক করতে পারি।”
সম্পূর্ণ শর্তাবলি এবং মেম্বারশিপে সাইন আপ করার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বি ওয়েল-এর ওয়েবসাইটে – be-well.org.uk/new-badminton-memberships

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

২০২৬ সালে যুক্তরাজ্যে কার্যকর হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নতুন আইন

২০২৬ সালকে সামনে রেখে যুক্তরাজ্যে একসঙ্গে কার্যকর হতে যাচ্ছে...

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...