শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

কাউন্সিল অব মস্কের নতুন কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনাকারী শীর্ষ সেবামূলক সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ নির্বাচনে সংগঠনের ভোটার (কাউন্সিলর) ও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। তাকে সহযোগিতা করেন কাউন্সিল অব মস্কের সিনিয়র অফিসার আজম খান ও কয়েছ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, কাউন্সিলর সাফি আহমেদ, কামরুল হোসেন, বেলাল উদ্দিন ও ফারুক খান।

প্রধান নির্বাচন কমিশনার ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, “২৫ অক্টোবর হোয়াইটচ্যাপেলে ফার-রাইট গ্রুপের উপস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের ঘৃণা ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্যই সবচেয়ে বড় জবাব।” তিনি লন্ডন মুসলিম সেন্টারে কাউন্সিল অব মস্ক আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটি (২০২৫–২০২৭):
• চেয়ারম্যান: আলেমে দ্বীন হাফেজ মাওলানা শামসুল হক
• জেনারেল সেক্রেটারি: সিরাজুল ইসলাম হীরা
• ট্রেজারার: সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল
• সিনিয়র ভাইস-চেয়ারম্যান: আলহাজ্ব ফারুক আহমদ
• ভাইস-চেয়ারম্যান: মুহাম্মদ শামসুল হক
• ডেপুটি সেক্রেটারি: মাহফুজ রব
• এক্সিকিউটিভ মেম্বারগণ: মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান

আগামী দুই বছর এই কমিটি টাওয়ার হ্যামলেটসের মসজিদ পরিচালনার কেন্দ্রীয় সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর নেতৃত্ব দেবে।

ঐক্য ও নিরাপত্তা জোরদারের আহ্বান

মেয়র লুতফুর রহমান বলেন, “হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ সমর্থকদের পরিকল্পিত কার্যক্রমের প্রতিক্রিয়ায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবে।”
তিনি আরও জানান, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘টাওয়ার হ্যামলেটস ইউনিটি ডেমো’ ছিল একটি ঐক্য ও সংহতির প্রতীক, যার মূল উদ্দেশ্য ছিল চরম ডানপন্থী গোষ্ঠীর বিভাজনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য ও সহনশীলতা বজায় রাখা।
তিনি সকল স্থানীয় বাসিন্দা, মুসলিম সম্প্রদায়ের সদস্য ও নাগরিক সংগঠনকে শান্তিপূর্ণ ঐক্য উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিতি ও বক্তব্য

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান আল্লামা হাফেজ মাওলানা শামসুল হক, এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা।

সভায় উপস্থিত ছিলেন —
ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ,
দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান সলিছিটার আহমেদ মালিক,
হেকনি রোড শাহ পরান মসজিদের ভাইস চেয়ারম্যান নূর বক্স,
বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান আব্দুল বারী,
সেক্রেটারি মঞ্জুর আলি প্রমুখ।

বক্তারা বলেন, আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বের এ সংগঠনটি শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা টাওয়ার হ্যামলেটসে ড্রাগ, নাইফ ক্রাইম ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং সমাজের প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা মত দেন যে, মসজিদগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজের সঠিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

বিজ্ঞাপন

spot_imgspot_img
5,000FansLike
5,000FollowersFollow
5,000FollowersFollow
0FollowersFollow
5,000FollowersFollow
5,000SubscribersSubscribe

সাম্প্রতিক খবর
Related

যৌন অপরাধী অভিবাসীকে £৫০০ দিয়ে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে!

ইথিওপিয়ার এক অভিবাসী যৌন অপরাধী, যাকে ভুলবশত যুক্তরাজ্যের কারাগার...

লন্ডনের বাসে তেলাপোকার উপদ্রব, যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক

লন্ডনের বাসযাত্রীরা এখন শুধু যাত্রী নয়, এক নতুন অবাঞ্ছিত...

আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আরও বাড়বে

শিক্ষা সচিব ঘোষণা করেছেন, আগামী বছর থেকে ইংল্যান্ডের স্নাতক...

যুক্তরাজ্যে এবার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট শুরু করতে যাচ্ছেন!

বিচারের অপেক্ষায় কারাগারে থাকা প্যালেস্টাইন অ্যাকশন কর্মীরা অনশন ধর্মঘট...